আহমদ রফিকের ‘ঢাকার মুক্তিযুদ্ধের দিনগুলো’
ভাষাসংগ্রামী, রবীন্দ্র–গবেষক, কবি ও প্রাবন্ধিক আহমদ রফিক ‘ঢাকায় মুক্তিযুদ্ধের দিনগুলো’ বইটিতে তিনি একাত্তরের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবে তুলে ধরেছেন। সেই সময়ের পরিস্থিত ও পরিবেশ দেখা, শোনা ও জানার নানা ঘটনাচিত্র এই বইয়ের ফুটে তুলেন।

ভাষাসংগ্রামী, রবীন্দ্র–গবেষক, কবি ও প্রাবন্ধিক আহমদ রফিক ‘ঢাকায় মুক্তিযুদ্ধের দিনগুলো’ বইটিতে তিনি একাত্তরের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবে তুলে ধরেছেন। সেই সময়ের পরিস্থিত ও পরিবেশ দেখা, শোনা ও জানার নানা ঘটনাচিত্র এই বইয়ের ফুটে তুলেন।
‘ঢাকায় মুক্তিযুদ্ধের দিনগুলো’ বইটিতে আলোচনায় ওঠে এসেছে একাত্তরের রাজনীতি–সংস্কৃতি, আওয়ামী লীগের ভাঙন ও ভাসানী–শহীদ দ্বন্দ, জাতীয়তাবাদী বনাম সমাজবাদী রাজনীতি, রাজনীতির পালাবদলের সূচনা, ছাত্র–জনতার ঐক্যে, আইয়ূব খান সরকারে পতন, সামরিক শাসক ইয়াহিয়া খান, অগ্নিগর্ভ পূর্ববঙ্গ নির্বাচন, নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়, জয় পেয়েও ভয় যায় না ভুট্টোর বাগড়ায়, নানা স্রোতের টানের রাজনীতি, ভুট্টো–ইয়াহিয়ার আঁতাত, বাঙালি মনে ব্যাপক প্রতিক্রিয়া, স্বাধীনতা বনাম নিয়মতান্ত্রিক পথে স্বশাসন, মার্চের রক্তঝরা বসন্ত, অস্ত্রের মোকাবিলায় অস্ত্রই সর্বোত্তম হাতিয়ার, একটি পতাকার জন্ম, বসন্ত রাতে রক্তের হোলিখেলা, এপ্রিলেও ভালো নেই ঢাকা, নানান ক্রিয়া–প্রক্রিয়ায় ঢাকার বাসিন্দারা, বাইরে ভেতরে ভিন্ন দুই অস্তিত্বের ঢাকা, ডিসেম্বর মাসের দিনগুলো, রেসকোর্স মাঠে নতুন স্বদেশ বাংলাদেশ।
ভূমিকায় আহমদ রফিক বলেছেন, ন’ মাসের ঢাকা করো চোখে ‘অবরুদ্ধ ঢাকা’ কারো বিচারে ‘বন্দিশিবির’ সত্যই ভয়, ত্রাস, চাপা আতঙ্ক ও সন্ত্রাসের এক শ্বাসরুদ্বকর পরিবেশ তৈরি করেছিল। এ পরিবেশ ছিল পাকসেনাদের চাপিয়ে দেওয়া। সময়টা ছিল প্রতিদিন প্রাণ হাতে নিয়ে চলার। রাতগুলো অতীব অনিশ্চিততার। দিনগুলো শঙ্কার। অতিশয়োক্তি নয়, বিষয়টা বাস্তব অনুভূতির। বিদেশি সাংবাদিকের বয়ান, সংবাদপত্র আ সাময়িকীর শব্দচিত্র প্রমাণ মিলবে পূর্ববঙ্গ বিশেষ করে শহর ঢাকা ঐ সময় কী অবস্থা মধ্য দিয়ে দিনযাপন করেছে। একাত্তরের পয়লা মার্চ থেকে পঁচিশ মার্চ এবং পরবর্তী সাড়ে আট মাস দুই ভিন্ন পরিস্থিতিতেও শহর ঢাকা ছিল ঘটন–অঘটনের কেন্দ্রবিন্দু।’
তিনি আরও লিখেন, ‘সেই ইতিহাসের আলেখ্য এখানে ব্যক্তিক অভিজ্ঞতার ( দেখা, শোনা ও জানার) সীমাবদ্ধ রূপরেখায় তুলে ধরা হয়েছে সীমিত আয়তনের রচনা ‘ ঢাকায় মুক্তিযুদ্ধর দিনগুলো–তে। একান্তই ব্যক্তি–অভিজ্ঞতা–ভিত্তিক বলে এ বইতে একাত্তরের সাধারণ ইতিহাস খুব একটা টেনে এনে বইয়ের আয়তন বৃদ্ধি করা হয়নি। সেটা প্রথাসিদ্ধ ইতিহাস রচনার জন্য তুলে রাখা ভালো। এ রচনাতে ছোটখাট ও একান্ত ব্যক্তিগত কিছু ঘটনাও বাদ দেওয়া।’
১২৮ পৃষ্ঠার আহমদ রফিকের ‘ঢাকার মুক্তিযুদ্ধের দিনগুলো’ বইটি প্রকাশ করে অনিন্দ্য প্রকাশ। বইটি পড়ে ইতিহাসের সত্য ধারণ করা যাবে।
Category: Book
Tags:
Share with others
Recent Posts
Recently published articles!
-
Mukto Library Desk
-
Super Admin
-
Nasir Khan
-
Super Admin