আমেরিকান সেন্টার আর্চার কে ব্লাড লাইব্রেরি
আমেরিকান সেন্টার আর্চার কে ব্লাড লাইব্রেরি আমেরিকান সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

আমেরিকান সেন্টার আর্চার কে ব্লাড লাইব্রেরি আমেরিকান সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
অবস্থান:
ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের বারিধারা শাখা থেকে ৩০০০ গজ উত্তর পূর্ব কোণে এই লাইব্রেরির অবস্থান।
ঠিকানা ও যোগাযোগ:
দি আমেরিক্যান সেন্টার, ইউএস এম্বেসি এনেক্স, ব্লক-জে, প্রগতিসরণি, বারিধারা, ঢাকা-১২১২।ফোন- ৮৮৫৫৫০০-৪, ফ্যাক্স- ৯৮৮১৬৭৭, E-mail- ircdhaka@state.gov, ওয়েবসাইট- www.dhaka.usembassy.gov, ফেসবুক- facebook.com/Bangladesh.usembassay
খোলা ও বন্ধের সময়সূচি:
লাইব্রেরিটি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। প্রতি দিন সকাল ১০ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত খোলা থাকে আর সাপ্তাহিক বন্ধ প্রতি শুক্রবার ও শনিবার।
সেবাগুলো:
- ৫,০০০–এরও বেশি আধুনিক বইয়ের সংগ্রহ (ফিকশন, নন-ফিকশন এবং রেফারেন্স বই ও কাগজপত্র)
- ক্লাসিক থেকে শুরু করে ডকুমেন্টারি এবং সমসাময়িক থ্রিলার মুভিসহ সবধরনের ডিভিডি’র এক সমৃদ্ধ ভান্ডার রয়েছে এই লাইব্রেরিতে।
- সমসাময়িক ম্যাগাজিন, পত্র-পত্রিকা এবং গুরুত্বপূর্ণ শিক্ষাবিষয়ক জার্নাল।
- অন-লাইন গবেষণার তথ্যসম্বলিত হাজার হাজার জার্নাল রয়েছে এখানে।
- ক্ষুদে পাঠকদের জন্য চিলড্রেন্স কর্ণারে রয়েছে আকর্ষণীয় শিশুপাঠ্যসামগ্রী।
- গবেষণা ও স্কুল প্রজেক্ট-এর জন্য রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
- লাইব্রেরিতে আসা ব্যক্তিদের জন্য সীমিত ভিত্তিতে ফটোকপি পরিসেবার ব্যবস্থা আছে। প্রতি কপির জন্য ১.০০ টাকা লাগবে।
লাইব্রেরির সদস্য হওয়ার নিয়মাবলি:
- লাইব্রেরি সদস্য হতে হলে ফরম সংগ্রহ করে পূরণ করার পর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ জমা দিতে হয়।
- সদস্য ফি ৪০০/- টাকা (এক বছরের জন্য)
- আজীবন সদস্য পদের কোন ব্যবস্থা নাই। লাইব্রেরি থেকে সর্বোচ্চ ০২ সপ্তাহের জন্য বই ধার নেওয়া যায়।
বই বাসায় নেওয়ার নিয়ম:
- এখান থেকে বই ম্যাগাজিন ও সিডি বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।
- বই দুই সপ্তাহের জন্য ও ডিভিডি এক সপ্তাহের জন্য বাসায় নিয়ে যাওয়া যায়।
- বই বাসায় নেওয়ার জন্য সদস্যপদ আবেদনের সময় অগ্রিম কোন টাকা জামানত দিতে হয় না।
- লাইব্রেরি কার্ড জমা দিয়ে বই বাসায় নিতে হয়।
- লাইব্রেরি থেকে নেওয়া বই হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে বই এর গায়ের দাম যত টাকা ঠিক তত টাকা ফেরত দিত হয়।
দৈনিক পত্রিকা:
এখানে দেশী, বিদেশী পত্রিকা ও ম্যাগাজিন রয়েছে। নিম্নে সে গুলো উল্লেখ করা হল-
- দেশী পত্রিকা : প্রথম আলো, ভোরের আলো, ইত্তেফাক, নয়া দিগন্ত, যুগান্তর, কালের কন্ঠ, জনকন্ঠ, The Daily Sun, The Daily News Paper, The Daily Star, বাংলাদেশ প্রতিদিন।
- বিদেশী পত্রিকা : Reader Digest, The Times, News Week, JAMA.
- ম্যাগাজিন : Scientific American, Popular Science, American Studies, National Geographic, Issues, Middle East Journal.
- DVD : Cabaret, Passionate, Jingle, All the way, Kramervs Krame, Liarliar.
লাইব্রেরিতে বসে বই পড়ার ব্যবস্থা:
- লাইব্রেরি সদস্যগণ লাইব্রেরিতে বসেও বই পড়তে পারেন।
- লাইব্রেরিতে বসার জন্য ৩০টি চেয়ার ও ০৪টি টেবিল রয়েছে।
- ৩ থেকে ১৩ বছর বয়স্ক শিশুরা কোন সদস্য ফি ছাড়া অভিভাবকদের সদস্য কার্ড দিয়ে লাইব্রেরি ব্যবহার করতে পারে।
লাইব্রেরিতে যে বইগুলো পাওয়া যায়:
- আর্টস : আর্টস লাভার, cezanne, soccer
- ইতিহাস বিষয়ক : Bill clinton my life, Reagans, Te EDGE of war, Washington, Adams, Grant.
- সাহিত্য বিষয়ক : Fire, Dugan, Collected poems, Dreisar, Faceit.
- ভাষা বিষয়ক : The Gangs of new yeark, First food nation, Acts of god.
- বিজ্ঞান বিষয়ক : Biology, Gay neck, Invention and Invention, Trump.
- Fiction : Mary mohpoe, Lamb in his Bosom, Guard of Honor, Red Mars, Richard Forb, Club mountain, Denes Johnson.
টয়লেট:
- লাইব্রেরি ভবনের নিচতলার পশ্চিম পাশে মহিলা ও পুরুষদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা রয়েছে।
বিবিধ:
- লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।
- ক্যাটালগ সিস্টেম আছে।
- বইয়ের সেলফ সংখ্যা ৬টি।
তথ্যসূত্র:
Share with others
Recent Posts
Recently published articles!
-
Mukto Library Desk
-
Super Admin
-
Nasir Khan
-
Super Admin