ড. সুনীল কান্তি দে’র সম্পাদনায় ‘বঙ্গবন্ধুর অপ্রকাশিত চিঠিপত্র’
বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকে ডায়েরি বা দিনপঞ্জিকা লিখতেন। কিন্তু এখন পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। ১৯৭২ সালে নিউইয়র্ক টেলিভিশনে সম্প্রচারিত ডেভিড ফ্রস্ট কর্তৃক ধানমন্ডির ৩২নং বাড়িতে গৃহীত সাক্ষাৎকারে বঙ্গবন্ধু এ বিষয়ে বলেছিলেন, ‘পাকিস্তানি ফৌজ আমার সবকিছু লুন্ঠন করেছে। কিন্তু এই বর্বর বাহিনী আমার আসবাবপত্র, কাপড়-চোপড়, আমার দ্রব্য সামগ্রী লুন্ঠন করেছে তাতে আমার দুঃখ নাই। আমার দুঃখ, ওরা আমার জীবনের ইতিহাসকে লুন্ঠন করেছে। আমার ৩৫ বছরের রাজনৈতিক দিনলিপি ছিল। আমার একটি সুন্দর লাইব্রেরি ছিল। বর্বররা আমার প্রত্যেকটি বই আর মূল্যবান দলিলপত্র লুন্ঠন করেছে।’
বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকে ডায়েরি বা দিনপঞ্জিকা লিখতেন। কিন্তু এখন পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। ১৯৭২ সালে নিউইয়র্ক টেলিভিশনে সম্প্রচারিত ডেভিড ফ্রস্ট কর্তৃক ধানমন্ডির ৩২নং বাড়িতে গৃহীত সাক্ষাৎকারে বঙ্গবন্ধু এ বিষয়ে বলেছিলেন, ‘পাকিস্তানি ফৌজ আমার সবকিছু লুন্ঠন করেছে। কিন্তু এই বর্বর বাহিনী আমার আসবাবপত্র, কাপড়-চোপড়, আমার দ্রব্য সামগ্রী লুন্ঠন করেছে তাতে আমার দুঃখ নাই। আমার দুঃখ, ওরা আমার জীবনের ইতিহাসকে লুন্ঠন করেছে। আমার ৩৫ বছরের রাজনৈতিক দিনলিপি ছিল। আমার একটি সুন্দর লাইব্রেরি ছিল। বর্বররা আমার প্রত্যেকটি বই আর মূল্যবান দলিলপত্র লুন্ঠন করেছে।’
‘পাকিস্তানি ফৌজ আমার সবকিছু লুন্ঠন করেছে। কিন্তু এই বর্বর বাহিনী আমার আসবাবপত্র, কাপড়-চোপড়, আমার দ্রব্য সামগ্রী লুন্ঠন করেছে তাতে আমার দুঃখ নাই। আমার দুঃখ, ওরা আমার জীবনের ইতিহাসকে লুন্ঠন করেছে। আমার ৩৫ বছরের রাজনৈতিক দিনলিপি ছিল। আমার একটি সুন্দর লাইব্রেরি ছিল। বর্বররা আমার প্রত্যেকটি বই আর মূল্যবান দলিলপত্র লুন্ঠন করেছে।’
বিভিন্ন ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টা ও গবেষণায় বঙ্গবন্ধুর যাপিত জীবন ও এই সংশ্লিষ্ট বেশ কিছু তথ্য ইতিমধ্যে আলোর মুখ দেখেছে। ড. সুনীল কান্তি দে’র সম্পাদনায় ‘বঙ্গবন্ধুর অপ্রকাশিত চিঠিপত্র’ তন্মধ্যে অন্যতম। এই চিঠিপত্রগুলোর সময়কাল ১৯৪৯ থেকে ১৯৬৭। সর্বমোট ৯৫টি চিঠি সংকলিত হয়েছে এ গ্রন্থে। তন্মধ্যে ৭৭টি চিঠি বঙ্গবন্ধুর নিজের লেখা এবং ১৮টি বঙ্গবন্ধুকে লেখা বিভিন্ন ব্যক্তির চিঠি। এর মধ্যে মাত্র ৫টি চিঠি ইতিপূর্বে বাংলা একাডেমি থেকে প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জীবন ও রাজনীতি গ্রন্থে সংকলিত হয়েছে। ড. সুনীল কান্তি দে সম্পাদিত গ্রন্থটিতে বঙ্গবন্ধুর চিঠিগুলোর মধ্যে যেমন রয়েছে তাঁর নিজের হস্তাক্ষরে লেখা বাংলা ও ইংরেজি ভাষায় লেখা পত্র, তেমনি আছে তাঁর পত্রের টাইপ কপি ও অনুলিপি।
বঙ্গবন্ধুর অপ্রকাশিত চিঠিপত্র গ্রন্থে সংকলিত চিঠিপত্রকে ব্যক্তি বিবেচনায় ৩টি শ্রেণিতে বিভক্ত করা যায়। যেমন—
(১) রাজনৈতিক নেতা-কর্মীর নিকট বঙ্গবন্ধুর লেখা চিঠিপত্র
(২) সরকারি কর্মকর্তাদের নিকট লেখা বঙ্গবন্ধুর চিঠিপত্র এবং
(৩) বঙ্গবন্ধুকে লেখা নেতা-কর্মীদের চিঠিপত্র।
উল্লেখ করা প্রয়োজন যে, বঙ্গবন্ধু তাঁর জীবনের উল্লেখযোগ্য সময় অতিবাহিত করেছেন ঔপনিবেশিক পাকিস্তানি কারাগারে। কারাগার থেকে যেসব চিঠিপত্র লিখেছেন সে সব চিঠিপত্রের বেশিরভাগই বাজেয়াপ্ত করেছে সরকার। এছাড়া তিনি যখন কারাগারের বাইরে থাকতেন সেই সময় লিখিত চিঠিপত্র গোয়েন্দা পুলিশ বিভিন্ন পোস্ট অফিস থেকে আটক করে কখনও অনুলিপি রেখে গ্রাহকের কাছে ছেড়ে দিতেন, আবার কখনও মূল চিঠি বাজেয়াপ্ত করতেন।
একজন রাজনৈতিক ব্যক্তির প্রবন্ধ, নিবন্ধ, ভাষণ-অভিভাষণে যেমন তাঁর মন-মানস, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিফলিত হয় তেমনি স্মৃতিচারণা, আত্মজীবনী, চিঠিপত্রে ব্যক্তি জীবনের আনন্দ-বেদনা, আশা-হতাশা, সংগ্রাম-আন্দোলন, সাফল্য-ব্যর্থতা ইত্যাদি উদ্ভাসিত হয়।
একজন রাজনৈতিক ব্যক্তির প্রবন্ধ, নিবন্ধ, ভাষণ-অভিভাষণে যেমন তাঁর মন-মানস, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিফলিত হয় তেমনি স্মৃতিচারণা, আত্মজীবনী, চিঠিপত্রে ব্যক্তি জীবনের আনন্দ-বেদনা, আশা-হতাশা, সংগ্রাম-আন্দোলন, সাফল্য-ব্যর্থতা ইত্যাদি উদ্ভাসিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ইতিহাসের এক উত্তাল সময়ে, ঘটনাতরঙ্গের কেন্দ্রস্থলে থাকা ব্যস্ত একজন মানুষের অন্তরঙ্গ একান্ত পরিচয় ফুটে উঠেছে তাঁর চিঠিপত্রে। এ যেন এক অন্য বঙ্গবন্ধু। আমাদের হৃদয়ে চির জাগরুক থাকুক প্রিয় এই মানুষটি।
Category: Book
Tags:
Share with others
Recent Posts
Recently published articles!
-
Mukto Library Desk
-
Super Admin
-
Nasir Khan
-
Super Admin