বৃটিশ কাউন্সিল লাইব্রেরি
বৃটিশ কাউন্সিল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোডে। পরবর্তীতে ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ফুলার রোডে স্থানান্তর করা হয়।

পরিচিতি ও অবস্থান:
বৃটিশ কাউন্সিল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোডে। পরবর্তীতে ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ফুলার রোডে স্থানান্তর করা হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে অবস্থিত। বৃটিশ কাউন্সিল ভবনের নিচতলায় বৃটিশ কাউন্সিল লাইব্রেরির অবস্থান।
ঠিকানা:
৫, ফুলার রোড, জিপিও বক্স- ১৬১, ঢাকা- ১০০০, ফোন- ০২-৮৬১৮৯০৫, ফ্যাক্স-৮৮-০২-৮৬১৩৩৭৫/ ৮৬১৩২৫৫, ই-মেইল- library@bd.britishcouncil.org
খোলা ও বন্ধ:
- শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
- শুক্রবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
- সরকারি ছুটির দিন বন্ধ থাকে।
সদস্য হওয়ার জন্য ফি’র ধরণ:
এখানে ৪ টি ক্যাটাগরিতে সদস্যপদ প্রদান করা হয়। ক্যাটাগরিগুলো হল:
- ইন্ডিভিজ্যুয়াল সদস্যপদের জন্য ৩ মাস মেয়াদ ৭০০ টাকা ফি, ৬ মাস মেয়াদ ১,২০০ টাকা ফি, ১২ মাস মেয়াদ ২,০০০ টাকা ফি লাগবে।
- ফ্যামিলি মেম্বার (সর্বোচ্চ ৪ জন) সদস্যপদের জন্য ১২ মাস (৩ মাস ও ৬ মাস প্রযোজ্য নয়) মেয়াদ ৪,০০০ টাকা ফি লাগবে।
- ইয়ং লানার্স (৪-১৪ বছর) সদস্যপদের জন্য ১২ মাস (৩ মাস ও ৬ মাস প্রযোজ্য নয়) মেয়াদ ১,৮০০ টাকা ফি লাগবে।
- কর্পোরেট সদস্যপদের জন্য ১২ মাস মেয়াদ ৬,০০০ টাকা লাগবে।
সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- সদ্যতোলা ২ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি।
- জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট/ এস.এস.সি অথবা এইচ.এস.সি-এর রেজিষ্ট্রেশন কার্ড।
বই, সিডি-ডিভিডির সংখ্যা ও লাইব্রেরিতে পড়ার ব্যবস্থা:
ব্রিটিশ কাউন্সিলে ইংরেজি ভাষায় লিখিত আন্তর্জাতিক মানের একাডেমিক ও নন-একাডেমিক বইপত্র রয়েছে। ইংরেজি ভাষার বই পড়তে চাইলে আসতে হবে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে। এখানে রয়েছে ২৫ হাজার বইয়ের বিশাল এক সংগ্রহশালা। শুধু তা-ই নয়, ১৫ হাজারের বেশি সিডি-ডিভিডির সংগ্রহের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের জন্য একটি সাইবার জোন আছে। তবে সদস্য বা এখানকার শিক্ষার্থীদের মধ্যে ব্যবহার সীমাবদ্ধ। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, জার্নালসহ ইংরেজি শিক্ষার অডিও, ভিডিও সিডি রয়েছে এখানে। সদস্যরা বই এবং অডিও, ভিডিও সিডি বাসায় নিতে পারবেন। পাঠকদের বসে বই পড়ার জন্য ১৬ টি টেবিল ও ৪৮ টি চেয়ার রয়েছে।
বই বাসায় নেওয়ার নিয়ম:
- ইন্ডিভিজ্যুয়াল/ রিসোর্স সেন্টার মেম্বার ৩ সপ্তাহ সময়ের জন্য ৪ টি সিডি যুক্ত বই ও ১ সপ্তাহ সময়ের জন্য ২ টি সিডি যুক্ত বই বাসায় নিতে পারবে।
- ফ্যামিলি মেম্বার ৩ সপ্তাহ সময়ের জন্য ৮ টি সিডিযুক্ত বই ও ১ সপ্তাহ সময়ের জন্য ৪ টি সিডিযুক্ত বই বাসায় নিতে পারবে।
- ইয়ং লানার্স মেম্বার ৩ সপ্তাহ সময়ের জন্য ৪ টি বই এবং ১ সপ্তাহ সময়ের জন্য ১ টি ডিভিডি বাসায় নিতে পারবে।
- কর্পোরেট মেম্বার ৮ সপ্তাহ সময়ের জন্য ২৫ টি বই এবং ৪ সপ্তাহ সময়ের জন্য ৪ টি ডিভিডি বাসায় নিতে পারবে।
বই ফেরত:
- বই ফেরত দেওয়ার নির্ধারিত তারিখ পার হয়ে গেলে প্রতিটি বইয়ের জন্য ৫ টাকা ও প্রতিটি ডিভিডির জন্য ১০ টাকা হারে জরিমানা পরিশোধ করতে হয়।
- কোন কারণে বই হারিয়ে গেলে হারিয়ে যাওয়া বইয়ের সমান মূল্য পরিশোধ করতে হয়।
বই, ম্যাগাজিন, পত্রিকা:
- লাইব্রেরিতে ইংল্যান্ডের বিভিন্ন ধরনের পত্রিকা ও ম্যাগাজিন রয়েছে।
- ম্যাগাজিন গুলো হল: বি.এম.জে, বি.জে.সি, ইকোনোমিক্স, ফটোগ্রাফী, জিওগ্রাফীক্যাল, আইইএলটিএস, জার্নাল অব দা ইন্টারন্যাশনাল পলিটিকেল সহ প্রায় ৫০ ধরনের ম্যাগাজিন রয়েছে।
- পত্রিকা: দৈনিক, মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক ও বাৎসারিক ম্যাগাজিন পাওয়া যায়।
টয়লেট:
- নিচ তলায় অভ্যর্থনা কেন্দ্রের দক্ষিণ পাশে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেট ব্যবস্থা রয়েছে।
বিবিধ
- শিশুদের বই পড়ার জন্য আলাদা জোন রয়েছে।
- লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা রয়েছে।
- বৃটিশ কাউন্সিল লাইব্রেরিতে আজীবন সদস্য হওয়ার ব্যবস্থা নেই।
- বই, সিডির সুবিশাল সংগ্রহ. ই-জার্নাল, ই-বই সহ ৮০,০০০ সমৃদ্ধ অনলাইন সংস্করণ
- চলচ্চিত্র প্রদর্শনী, রিডার গ্রুপ এবং অন্যান্য আয়োজন
- ইংরেজী শিক্ষার্থী এবং আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য অধ্যয়ন দক্ষতা কর্মশালা
- এবং পেশাদার ব্যাক্তিদের জন্য প্রফেশনাল কানেক্ট নেটওয়ার্ক বিষয়ক আলোচনা
তথ্যসূত্র:
- http://www.online-dhaka.com/105_115_4475_0-british-council-library-dhaka.html
- https://www.facebook.com/notes/-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%96%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BF-/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%80/1411812949077886/
- https://www.britishcouncil.org.bd/bn/english/library
Share with others
Recent Posts
Recently published articles!
-
Mukto Library Desk
-
Super Admin
-
Nasir Khan
-
Super Admin