তৎকালীন নারীসমাজের অবস্থার প্রতিবিম্ব ‘অবরোধ বাসিনী’
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন লেখা ‘অবরোধ বাসিনী’ একটি অনুগল্প সংবলিত বই। সাধু ভাষায় লেখা এ বইটিতে সম্মিলন ঘটেছে মোট ৪৭টি গল্পের। গল্পগুলোর মাধ্যমে লেখিক তৎকালীন সময়ের বাংলার হিন্দু-মুসলমান সমাজের পর্দার চিত্র তুলে ধরেছেন। ব্যঙ্গ-করুনার মাধ্যমে ফুটিয়েছেন সে সময়কার কিছু হীন ঘটনাকে যা তার নিজের জীবন, বাস্তব অভিজ্ঞতা আর বিশিষ্টজনের লেখালেখি থেকে সংগৃহীত।

একটা সময় যখন নারীরা অবরুদ্ধ অবস্থায় ছিল৷ একজন নারীর কাছে নিজের জীবনের থেকে তার পর্দার মূল্য বেশি কিংবা একজন নারী ভয়াবহ বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও সাহায্য চায় না কারণ তার মধ্যে একটা কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পুরুষ মানুষ তার কণ্ঠস্বর শুনলে এটা শুধু তার জন্য ভীষণ অসম্মানের বিষয় নয়, রীতিমত অপরাধ। তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীদের অবরোধের যে একেকরকম বিশ্লেষণ ছিল তা জানলে বর্তমান প্রেক্ষাপটের যে কারো লোম শিউরে উঠবে।
সেসময় নারীরা পালকিতে ভ্রমন করত। পালকির উপর যথাক্রমে
(১) বানাতের পর্দা দ্বারা প্যাক করে,
(২) তাহার উপর মোম জমা কাপড় দ্বারা সেলাই করে,
(৩) তাহার উপর খারুয়ার কাপড়ে ঘিরিয়া সেলাই করে,
(৪) তাহার উপর বোম্বাই চাদরের দ্বারা সেলাই করে,
(৫) অতঃপর সর্বোপরি চট মোড়াই করে পালকি ভ্রমণ করানো হত। আর তা যদি দূরের পথ হয়, তাহলে পালকিসহ মালগাড়িতে ভ্রমণ করতে হত।
বেগম রোকেয়া তৎকালীন সমাজ ব্যবস্থায় পর্দার এমন বাড়াবাড়ি অযৌক্তিক বলে মনে করেছেন। তবে বঙ্গদেশে সকলেই এমন তা নয়, শুধু অভিজাত সমাজেই এর বাড়বাড়ন্ত ছিল বেশি।
একটা গল্প এরকম ছিল যেখানে একজন নারী আগুনে পুড়ে মরে কিন্তু সাহায্যের জন্য আওয়াজ করে না। কারণ সামনে ছিল পুরুষ মানুষ। সামনে যেহেতু সে যেতে পারবে না এবং পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে পারবে না বিধায় আগুনে পুড়ে যে নিজের জীবন দিয়ে দেয়। এভাবেই কখনও আগুনে পুড়ে, অন্ধ হয়ে, ট্রেনে কাটা পড়ে তারা পর্দার মান রক্ষা করেছে। শুধু পুরুষ মানুষ নয়, বাড়ির বাইরের মহিলাদের কাছেও কঠোর পর্দার বিধান ছিল তখন।
এরকম কিছু কুসংস্কার, যেটা তৎকালীন সমাজের নিয়ম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সামাজিক নির্যাতন সেরকম কিছু শিহরণ জাগানো ঘটনা উঠে এসেছে বইটিতে যা থেকে আমরা তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীদের অবস্থা এবং অবস্থান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হই।
Category: Book
Tags:
Share with others
Recent Posts
Recently published articles!
-
Mukto Library Desk
-
Super Admin
-
Nasir Khan
-
Super Admin